বাবা শাহজালাল আউলিয়া (গীতি কবিতা)
--সুহেল ইবনে ইসহাক


ধন্য, ধন্য, ধন্য আমার, সিলট এরিয়া
এই সিলটে আইলেন বাবা শাহজালাল আউলিয়া II


এই মাটির স্বাদ ও গন্ধ পবিত্রতায় মিশে
তাইতো বাবার ইসলাম প্রচার সিলটে এসে,
আরব থাকি আইলা বাবা সিলেটর ময়দান
সত্য-ন্যায়ে ধরলে তুলে ইসলামের নিশান,
কত রোগী অইলো বালা জমজমের পানি খাইয়া I
সিলটে আইলেন বাবা শাহজালাল আউলিয়া II


জায়নামাজে করে বাবা সুরমা দিলেন পাড়ি
এইনা শুনে গৌরগোবিন্দের হিয়া গেলো উড়ি,
কত জনকে দিলে তুমি সঠিক পথের দিশা
কাটিয়ে দিলে তাদের মনের সকল অমানিশা,  
সুহেল ইসহাক ভাইবা বলে, ওগো দরদিয়া  
হৃদ মাঝারে ইসলাম ধর্ম রাখিব আঁকড়াইয়া I
সিলটে আইলেন বাবা শাহজালাল আউলিয়া II


রচনাকাল :১৫ মার্চ,২০১৭,টরন্টো,কানাডা I