রমজান এলো বছর ঘুরে (ইসলামী  গান)
--সুহেল ইবনে ইসহাক


তাক্বওয়ার সাধন হৃদয় জুড়ে, রমজান এলো বছর ঘুরে,
নেকীর পাল্লা করতে ভারী, তৈরি হয়ে যাই তাড়াতাড়ি,
অসীম নেয়ামত আল্লাহতালার রোজাদারের জন্য ঝরে ।
ও ভাই….
তাক্বওয়ার সাধন হৃদয় জুড়ে, রমজান এলো বছর ঘুরে ।।


ঈমান মোদের করতে তাজা, রাখতে হবে সারা রোযা,
পাপের দুয়ার সবই বন্ধ হলো, পুণ্যের ঢালিতে ভরি চলো,
সত্য পথের দীক্ষা নেবো হাদিস কুরআন পড়ে পড়ে ।
ও ভাই….
তাক্বওয়ার সাধন হৃদয় জুড়ে, রমজান এলো বছর ঘুরে ।।


চাইবো রবের কাছে ক্ষমা তত, আমলনামায় গোনাহ যত,
শক্তি দাও প্রভু, যেন ভুলিনা কভু,  
আঁধারে ডুবে যারা তাক্বওয়া হতে আজো আছে দূরে ।
ও ভাই….
তাক্বওয়ার সাধন হৃদয় জুড়ে, রমজান এলো বছর ঘুরে ।।



রচনাকাল : ১৮ মে ,২০১৮, টরন্টো , কানাডা ।