শীতের পদাবলী
----সুহেল ইবনে ইসহাক


তুষারাচ্ছন্ন পাইনের বনে ,
বরফ পড়েছে, তুষার জমেছে I
খোলা মনের সাহসী মানুষদের ন্যায়
খোলা প্রশস্থ রাস্তাগুলো
বুকের উপর সফেদ তুষার নিয়ে
নিরুপায় পড়ে আছে I


......প্রচন্ড শীতে
নিরুপায় প্রবীন,
নিরুপায় যুবা,
নিরুপায় নবীনেরাও....I


পাতাহীন গাছের ডাল
যেন বাংলাদেশে চুয়াত্তরের
মনন্তর এর রূপক সাক্ষী I


.......ঠাণ্ডা সমীরণ
ছুঁয়ে যাচ্ছে ঠোঁট,
ছুঁয়ে যাচ্ছে নাক,
ছুঁয়ে যাচ্ছে কান... I


নিঃশ্বাসের উষ্ণতায়,
প্রশ্বাসের ধোঁয়ায়
বুকের পাঁজরে বাড়ছে
শীত-সাম্রাজ্যের সীমানা I


.....তুষারে আবৃত
চারদিকের পরিবেশ,
পোশাকে মানুষ,
যেন কোট পরা ভদ্রলোক.....I


ঘুমহীন হিম নিয়ে থমকে যায় স্বপ্ন,
নিত্যদিনের ব্যর্থতা বরফ চাপা দিয়ে
ভাসিয়ে দিচ্ছি ভাবনার ভেলা I


.....এ শীতেও একা
প্রিয় বন্ধু হীন,
প্রিয় মানুষগুলো ছাড়া,
প্রিয় চেনা পরিবেশ বিহীন....I


রচনাকাল ও স্থান :৩০ জানুয়ারী২০১৬
টরন্টো,কানাডা