তোমার খতা মনো ফড়লে শুধু কান্দিতাম (গীতি কবিতা)
--সুহেল ইবনে ইসহাক


মনমাঝি তরী বাইয়া যাইতো উজানে,
তোমার স্মৃতির ঢেউ খেলিতো এইনা ফরানে ।
বন্ধুয়ারে খতো ভাল আমি বাসিতাম
তোমার খতা মনো ফড়লে শুধু কান্দিতাম ।।


সবুজ পাতা দোলা খাইতো উদাসী বাতাসে,
প্রজাপতির মধু সন্ধান ফুলেরই সকাশে ।  
তোমায় নিয়ে আমার স্বপ্ন, বাসর বান্দিতাম
তোমার খতা মনো ফড়লে শুধু কান্দিতাম ।।


ছাতক পাখী চাইয়া থাকে বাদলের আশায়,
আমি চাইয়া থাকি বন্ধু তোমার প্রতীক্ষায় ।
মন উচাটন, কিলান আছো খবর লইতাম
তোমার খতা মনো ফড়লে শুধু কান্দিতাম ।।


রচনাকাল: ২ এপ্রিল , ২০১৮, টরন্টো, কানাডা।