ভালবাসাহীন নিষ্ঠুর অভিশাপ
---সুহেল ইবনে ইসহাক


বৃষ্টি মানেই ভালবাসার আকুলতা ।
মন ভাল নেই।
চারপাশে শুধু আর্তনাদ।
কঠিন সময়।
জানি না, এই কঠিন অমাবশ্যা কতদিন চলবে ?
যেদিকে তাকাই অসহায় মানুষের আর্তনাদ,
বাতাসে আগুনে পুড়া লাশের গন্ধ,
পানিবন্ধী মানুষের আহাজারী,
বেঁচে থাকার আকুল আবেদন, স্বজন হারানোর হাহাকার।
চারিদিকে শুধু মৃত্যুর শব্দ ।
নি:শ্বাস ভারি হয়ে যায়, আর কত হারাবো স্বজন?


আজ বৃষ্টির শব্দে নেই প্রেমের আলাপ, নেই আদুরে বিরহ ।
প্রিয়জনের জন্য ব্যাকুলতা।
এখন বৃষ্টি মানে ভয়ানক দু:স্বপ্ন,
মনে হয় এক গাদা লাশের অপেক্ষা,
আবার স্বজন হারানোর সেই বিরহ কঠিন সুরে বেজে উঠা ।
কিন্তু বর্ষাতো বাঙ্গালী প্রকৃতি প্রেমীদের প্রিয় ঋতু।
বর্ষা মানেই একগুচ্ছ কদমফুল কিংবা প্রিয়ার কাজল চোখের
টলমলে মিষ্টি আহ্লাদি জল, ভালবাসার আহ্বান।
সেই বর্ষা আজ ভালবাসাহীন নিষ্ঠুর অভিশাপ।
এই অভিসাপ তো আমাদের সৃষ্ট ।
আমরা করেছি তার কঠিন হিংস্র রূপ।
সে তো ছিল আমাদের শান্তির ধারা, প্রকৃতির প্রান।
দিনের পর দিন অবহেলা, অসচেতনা ও অনিয়মে
প্রকৃতি আজ কঠিন রূপ ধরেছে।
আর কত সইবে অনাচার। বিদ্রোহ ঘোষনা তার।


রচনাকাল : ১৫ জুলাই ২০১৭, টরন্টো, কানাডা ।।