জাগো তরুণ এস তুমি,
            ঘুমিয়ে কেন আজ?
নব-সৃষ্টির মহানন্দে,
         কর না কেন? উল্লাস!
চুপটি মেরে কেন তুমি
         থাকবে শুধু চেয়ে?
তোমার তরে বিশ্ব -দেখ
         তাকিয়ে আছে আজ।


ভেঙ্গে ফেলো বন্দী শিকল
               খোল জ্ঞানের দ্বার,
তোমার তরেই আলো জ্বলবে
                 যেথায় অন্ধকার।


বিশ্ব, দেখ গড়েছে যুবক-
                 বৃদ্ধের তরে নয়,
কেন তুমি মিছেমিছির-
                  মানছ পরাজয়?


নিদ ভেঙ্গে তুই জাগিয়া উঠ-
                  ওরে তরুণ মন,
বিশ্বকে আজ করবি বিজয়
                এই করে'নে পণ।


তোমার তরে যে প্রতিভা
                 হয়ে আছে সুপ্ত-
দে জ্বেলে দে সেই প্রতিভা
            রাখিস না আর গুপ্ত।


তোর তরে'তে নব সৃষ্টি-
            দেখবো চেয়ে নিশ্চয়।
জ্ঞানের আলোর মশাল জ্বেলে
                   করে দে বিশ্বয়!


উদ্ভাবনের এই নেশাতে
         ছড়িয়ে দে তোর জ্ঞান,
নব-সৃষ্টির মহানন্দে
            রাখবি দেশের মান।



(১৭ই অক্টোবর ২০১৬)