পথ দেখে তোরা করিস না ছল
পথ ই মোদের চিরন্তন বল।
রথ সে তো ক্ষণস্থায়ী
জীবন নয় রে চিরস্থায়ী।
দৃশ্যপটে থাকবি কেন আড়াল করে ,
মুখ লুকিয়ে যাবে কোথায়
জাতী এবার ডাকবে তোমায়।


জীবন প্রদীপ থাকবে 'ক, দিন
যাবে তবে নিভে
শূন্য হাতে ফিরে এলে  
কি লাভ হবে মরে গেলে।
আসার প্রদীপ এবার জ্বালাও
ভাঙতে ছিকল আনতে জয়
বিবেক বুজি তাহা  কয়।
সঠিক পথে কঠোর হবে
দেশের কথা ভাবতে হবে
জাতী তবে সুখ পাবে।
অন্দকারের অন্দ আলো
রেখ না চোখ আর বন্দ করে ,
শান্তির মশাল জালাও এবার।
ধ্বংস কর হায়নাদের দল
তবেই জাতী শান্তি পাবে
জেগে উঠবে তাদের বল।


#সুজন#