বর্ষা এলো নব যৌবন হাসবে আসবে এবার
ছন্দেভরা দিন গুলি ডাকবে তোমায়।
তটিনীর বুকে বিশম জ্বালা
মেঘলা আকাশে এ কেমন মিলন মেলা।
সাত কাহন কেন মনে
সুখের পরশ এলো ক্ষণে,


বর্ষার মাজে মন কেন এমন করে
সঙ্গিহীন হয়ে ও
নিত্য নতুন সুখের খোঁজে।
ছন্দ দ্বারা বন্দ হয়ে
অন্ধ মনে নতুন কাব্য বুনে,
ঝিম রিমিঝিম শব্দ শুনে
ব্যাকুল মনে হাঁসির ছলে।
মেঘের কোল বর্ষার জলে
টাপুর টুপর টিনের তলে,
মনটা ভেজায় খুশীর জলে।
বর্ষার তরে সব কিছু আজ রঙিন হল
সাজবে নতুন সাঁজে  ধরিণীতে।
নতুন  জোয়ার উকি মেরে ডাকে,
ছোঁট বেলার মজার কথা মনে পড়ে ফাকে ফাকে।

                                      বর্ষার আয়োজন