ফুলের কাছে করি প্রশ্ন ?
কেন তুমি এত সুন্দর
সৌরভে কেন তুমি ভরাও
সকলের অন্তর।


নদীর কাছে করি প্রশ্ন ?
একে ভেকে কোথায় তুমি যাও ,
একুল গড়ে ও কুল ভেঙ্গে
কি সুখ তুমি পাও।


পাখির কাছে করি প্রশ্ন ?
সুমুধুর কণ্ঠে কেন গাও
মিষ্টি করে সৃষ্টি সূরে
সকলের প্রান ভরাও।


রাতের কাছে করি প্রশ্ন ?
আধার রাতে জোসনা ছরিয়ে
কি সুখ বা তুমি পাও।

পাঠকের কাছে প্রশ্ন? আমার
চৌদ্দ সাল যায় যদি কাল
বিধাতার কাছে করি দুয়া
পনের সাল যাবে অনেক ভাল।


কবি মনে প্রশ্ন?আমার
বারে বারে জাগে
তাইতো আমি হারিয়ে জাই
হিয়ার ও মাজে ।