আমি যেদিন থাকব না । জোনাকিরা ও হাসবেনা,
নিরবে নিভৃতে ছল ছল আঁখি দেখবে না  তোমাদের ।
না ফেরার দেশে কোন একদিন চলে যাবো ।


স্রিতি গুলো উকি দিবে
দাগ কাটবে হয়তো কারো মন গগণে ।
কেউ বা আবার না বলা কথা
আঁখরে বলতে চাইবে ।
সেই দিন ক্ষমা করে দিও তোমরা
এই আমারে ।


আড্ডার জড় মেলায় পাবে নাকো
আমায়,ঝর তোলা সেই রাতের কথা
হয়তো মনে পড়বে বারে বারে ।
স্রিতির দেয়াল পরে রবে
অচেনা অজরে কাঁদবে সে সবে ।
ব্যাকুল আঁখিতে দিশেহারা পান্থ পাণে
চেয়ে রবে হয়তো আমারি পথ ধরে,
ক্ষমা করে দিও সেদিন আমারে   ।


মন খুলে সীমাহীন ভাষা বিহীন অবাক
বলতে চাওয়া ,শেষ বাক্য
শুনাতে বড় ইচ্ছে হবে।
মধুর ও সেই মিষ্টি ভাষা আজ
আঁখরে বলবে,অন্তরালে বসে ।
সাধ্য যে নেই সম্মুখ সমরে যাবার ,
ক্ষমা করে দিও সেদিন তোমরা আমারে ।


যান্ত্রিক নগরে পাবে না আমায়
কুয়াসার ভোঁরে স্বস্তিতে থাকা ,
বারান্দায় দেখবেনা দাড়িয়ে থাকা আমার মলিন ছবি ।
দরজার কলিং বেল
শুনাতে পারবনা আমি , গগন জুড়ে কালো মেঘ ।
তাকিয়ে থাকা মনে  পড়বে হয়তো আমায়
কষ্ট দেওয়া , নষ্ট সময় নীরবে কাঁদবে
শেষ হাসি দেখবেনা ।ডাকবে আমায় শ্রাবণ ঝরে
অজরে বেদনাময়  হাসি শব্দহীন হবে !
আড্ডাময় মধুর কথা বলতে চাইবে
ক্ষমা করে দিও সেদিন তোমরা আমায় ।