বাবা করে শিশু কালে দুষ্টুমিতে শাসন।
প্রথম জীবনে হাত ধরে, সরণির মাঝে চলন।
বাবা হল কোমল হৃদয়ের শ্রেষ্ট এক পুরুষ।
আগলে রাখে বক্ষে জড়ায়ে, যতই ঝড় আসুক।
বাবা হল বটবৃক্ষের ন্যায়, মেলে ধরা ছায়া।
অন্ধকারের আলোক কিরণ আর পরম মায়া।
বাবা হল সেই মানুষটি, যার পরিশ্রমে ঝরে ঘাম।
তবু সে পিছু পা হয় না, কর্ম করে অবিরাম।
বাবার জীবন আত্মত্যাগের, পূরণ করে বায়না।
খোকা বলে ডাকে কাছে, একটু পাশে আয় না।
বাবা ডাক খুবই মধুর, যা হয় না তুলনা।
নিজের দুঃখ লুকিয়ে রাখে, সবারে দেয় শান্তনা।
বাবা সেই শান্ত প্রতীক, ভালবাসে সবারে।
গোপনে গোপনে ফুঁপিয়ে কাঁদে, যেন আড়ালে।
অঙ্গকান্তি সুদৃঢ় তার আবার কঠোর ব্যক্তিত্বে।
তার ভালবাসার নেই তুলনা এই জগতে।
বাবা আমার দেব তুল্য, তার মত নাই ভব সংসারে।
হাসি জড়ানো মুখখানা তার, ভাসে চোখের সম্মুখে।
বাবা মোরে আর্শীবাদ কর, যেন হতে পারি তোমার পূজারী।
চরণ সেবা গ্রহন কর মোর, এই সেবক শুধু তোমারই।