প্রিয়তা,
যদি শুনো কোনদিন আমি আর নেই এই ধরাতে!
সর্ব বন্ধন ছিন্ন করে পাড়ি জমিয়েছি পরপাড়ে।
মনের সব কষ্ট লয়ে আড়াল হয়েছি সবার থেকে,
শান্তির এক ঘুমে।
আচ্ছা, তুমি কি আমার সেই নিথর কলেবর নিরীক্ষণ
করতে পারবে?
নাকি বোবা কান্নায় অশ্রু বিসর্জন দিবে!
আমার খুব জানতে ইচ্ছে করে....
জীবনে পরম শূণ্যতা হলো ভালোবাসা,
যার অভিলাষ করতাম চিরকাল!
আর এটা না পেয়েই চলে গেলাম বহুদূরে..
যেখানে কেউ দুঃখ দিবেনা কষ্ট দিবেনা!
রইবো সবার ধরা ছোঁয়ার বাইরে।
এই নষ্ট মানুষটাকে হয়তো কয়েকদিন মনে রবে,
তারপর ভুলে যাবে সবাই!



রচনাকালঃ ৩১/০১/২৪ইং