অশ্রুতে সিক্ত আঁখি, দুঃখের বারি ধারায়।
কণ্ঠ ভিজিল গহীন আবেশে,
বেদনা জড়ায়।


রক্তরাঙ্গা  আঁখি যুগলে, যেন ভীষণ অভিমান।
না পারে কহিতে, না পারে সহিতে।
এ কেমন, শ্রাবনের উত্থান।


নীরবে জড়িলো বারি, আঁখির তাঁরায়
র্দুগম সায়রে।
অব্যক্ত ভাষায় কহিলো কথা
চোখের কোনে।


অক্ষিতটে শ্রাবন ধারার সলিলও বরষা।
ভিজিলো আঁখির অঙ্গ কায়া,
কাঁদিলো সহসা।