গর্ভধারিণীর অব্যক্ত মনের ভাবনার আবেশ!
মমতায় করেছি ধারণ তব আসন, আমাতে রয়েছো তো বেশ।


তব প্রতীক্ষায় কাটেনা দিন-রজনী, ওহে প্রিয়জন!
তোমাতেই মগ্ন চিত্ত প্রেমের ভুবন।


মম অংশের অস্তিত্ব তুমি, হে মোর আপন!
তব অঙ্গ-কায়া নড়বড়ে সব, স্পর্শকাতর বদন।


তোমায় না দেখেই ভালবেসেছি,
ভালবাসা তো অন্ধ!
উদর অন্দরে বুঝি, তব কম্পন ধ্বনি।
অনুভব করি, নাড়ে রয়েছো আবদ্ধ।


তোমাকে নিয়ে কল্পনায় ভাসি,
কার মত যে হবে?
কত স্বপ্নের জাল বুনি, তোমায় লয়ে?
তুমি আসবে যবে।


জননীর নিকট সদ্যজাত শিশু, চোখের স্বপন।
জঠরাগ্নির, কত কষ্ট সয়?
না দেখেই, কি করে এত ভালবাসে?
মায়ের ভালবাসা সত্যি অন্ধ হয়!