হে মহাবীর মৃত্যু,
তুমি মহাকালের ছায়া।
করাল গ্রাসে মুছে ফেলো সব
জীবনের যত কায়া।
তুমি মহাবীরেরও বীর,
তাই তব ঊর্ধ্বশির।
বিচরণ করছো গভীর লীলায়,
প্রাণের দুয়ারে দাঁড়ায়।
জীর্ণ দেহে ধীরে ধীরে
বাসা বেধেঁছো ভীড়ে।
গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরে
প্রাণ নিলে কেড়ে।
তুমি কি বিষের জ্বালা,
নাকি দগ্ধ ব্যাথা?
অবিরল যেন রয়েছো ঘিরে!
দিনমণির নিভে যাওয়া রেখা।




রচনাকালঃ ০৪/০৬/১০ইং