মরণেরও পরে আমার এই নশ্বর দেহ,
বিলুপ্ত হবে ধরার মাঝে।
হয়তো রয়ে যাবে কিছু অসম্পূর্ণ কাজ !
ক্লান্তির ভাঁজে ভাঁজে রিক্ততা যেন সাজে।
কেউ দেখবে আড়চোখে মৌনতা ভরা মুখে।
কাঁদবে ফুঁপিয়ে কোন বান্ধব অশ্রু ভরা শোকে?
জাগতিক বন্ধন হতে মুক্ত হয়ে চলেছি বহুদূরে।
জানিনা কোন এক ভোরে?
কারো কারো সমাজে নিন্দিত আমি,
হয়তো কেউ দেখেও দেখবেনা।
পরম সত্য এই যে,
তারা মোরই আপনজনা।
মম নিথর দেহ অবহেলায় শায়িত মৃত্তি তলে।
মমতায়, ক্রন্দনে, যন্ত্রণা পোহাবেনা সকলে।
দেহ অবসানে মম, যদিও আঁখি হতে
গড়িয়ে পড়ে জল।
হায়রে নিয়তি, কেউ নেই মুছিয়ে দিবে!
কখনোই কারো হইনাই সম্বল।