রিক্ত মনে হাস্য লয়ে, নিকটে আসিল যে কবে?
গুপ্ত প্রণয় অভিলাষে, হৃদয়ে প্রণয় ইশারা করেছ যবে।


অপলক আঁখির চাহনিতে হেরেছি তব গহীন ভালোবাসা।
অকথ্য ভাষার শাণিত দৃষ্টির, প্রেমে বাঁধিলে কত আশা?


কতজন কতকথা বুঝাইলো গোপনে?
পাওনি তবু সান্নিধ্য মম, মোরে হেরেছ স্বপনে।


নজর এড়িয়ে গোপনে দেখে হয়েছো উন্মনা।
হৃদয়ের প্রান্তে অন্দর মহলে করেছো সুপ্ত জল্পনা।


অস্থির চিত্তে ভাবনায় জড়িয়ে কাঁদিলে সহসা।
কোন্দলে মেতেছো নিজ অন্তরের সহিত, চোখে নাই ভরসা।


সারাক্ষন যেন তিক্ততার সঙ্গে বারংবার করেছো আপস।
লালিত স্বপ্নের স্পর্শের মাঝে পেতে চাও মম পরশ।


অবগাহন করেছো মম হৃদয়ের অন্তঃস্থলে, শিহরণ জাগালে সর্বাঙ্গে।
আসন পেতেছো হৃদয় প্রান্তরে, সর্বদা নিয়ে চলো যে সঙ্গে।


কোনদিন কি বুঝবেনা মোরে ওহে সুজন?
প্রথম প্রণয়ের প্রিয় তুমি, ভেবে নাও না তোমার আপনজন!


প্রিয়, তোমায় নিয়ে সাজানো স্বপ্নের নির্জন সরোবরে আসা।
সুধাইতে পারিনি তুমিই তো আমার নীরব ভালোবাসা।