এসো হে বৈশাখ, নব্য প্রাণের সজীবতা লয়ে।
জরাজীর্ণ পঙ্কিলতা মুছে, নবোদয় হয়ে।


এসো হে বৈশাখ, চৈতালীর ফসল উত্তোলন শেষে।
বৈশাখী ঝড়ের ভীষণ তান্ডব বেশে।


এসো হে বৈশাখ, পান্তা আর ইলিশ ভাজায় পহেলা বৈশাখে।
রঙবে রঙের বিবিধ ফানুস রাজপথে নাচে।


এসো হে বৈশাখ, নতুন বৎসরের গানে।
বিদীর্ণ করে শত জড়তা মিশে গেছো  প্রাণে।


এসো হে বৈশাখ, নব আগমনের নব প্রভাতে, আলোক বর্তিকা হাতে।
নিরসন করে সমগ্র ব্যাধি, বাঙালি নব সূচনায় মাতে।


এসো হে বৈশাখ, পহেলা বৈশাখের হালখাতার আয়োজনে।
বৈশাখী মেলার সাদা-লাল বস্ত্রে, বৈশাখ উদযাপনে।


এসো হে বৈশাখ, বাংলার গানে বাউলের ঐক্যতানে।
কুঞ্চিত হৃদয় প্রসারিত করো, সুপ্ত হৃদয়ের জাগরনে।


এসো হে বৈশাখ, কৃষ্ণচূড়ায় ভরা বিটপী বৃক্ষের ছায়ায়।
প্রখর তাপে, মধ্যাহ্নের রৌদ্রদীপ্ত বেলায়।


এসো হে বৈশাখ, নিকুঞ্জে বিহঙ্গের কলতানের আহবানে।
বৈশাখী মেলায়, যুবতীর নিক্কণ ধ্বনি বাজে চরণে।


এসো হে বৈশাখ, স্বাগত তোমায় সর্ব বাঙালির ঘরে।
জড়িয়ে আছো বাঙ্গালিআনায় হৃদয়ের গহীনে।