এলো মাথার কালো চুলে বসে একলা।
বিড়বিড় করে কি যে বলে একলা একলা?
তারে দেখে করিসনি ভয়, তার তো জীবনই আন্ধার।
সেও মানুষ আমাদের মত করো না প্রহার।
মোহিত করে সবাকে যেন বন্ধু সাজিয়ে।
আনমনে চলে সরণি মাঝে বিষাদ জড়ায়ে।
দেখে মনে হয় পাগল একটা অদ্ভুত ধরনের!
চাল-চলনে, হাব-ভাবে যেন অন্যরকমের।
ধূলিমাখা সারাদেহ ময়লার আবরণ।
জীর্ণ বস্ত্র পরিহিত দুঃর্খাত বদন।
একদা চলেছি আমি গৃহমুখী,
সামনে দাঁড়াল এক বাদর জুটি।
আসিয়া কহিল মোরে দাও না তোমার শার্ট।
বলিলাম, হবে নাকি ফিটফাট চাও যে মোর শার্ট।
হঠাৎ করেই কান্না জুড়িল, কাকে বলছে যেন কি?
ক্ষণিক পরেই অট্ট হাসিল, ঘাড় বাঁকায়ে করছে ভঙ্গি।



রচনাকা : ১৯/০৭/২০ইং
রাত: ১১.২৫ মিনিট