তোমায় আমি দেখলাম
বহুদিন পরে।
মুখের মাঝে লজ্জা যেন
ঝলমল করে।
তোমায় দেখার পর
হৃদয় হলো পাগল।
তোমায় না ভেবে
থাকতে পারেনা মন।
তোমার মাঝে খুঁজে পাই
সকল চাওয়া - পাওয়া।
তোমার মাঝেই হারিয়ে যাই
ভাবনার চিন্তাধারা।
তুমি আমার মানসীকন্যা,
তুমি স্বপ্নচোরা।
ঘুমের মাঝেই তুমি আসো,
ভাবতেই আত্মহারা।
তুমি মম সখি,
তাই তোমায় মনে আঁকি।
বসে দিবা-নিশি,
মম গুপ্ত হৃদয়ে দেখি।
তুমি হলে মনহরনী,
কুঞ্জবনের ফুল।
প্রথম দর্শনে প্রেমে পড়েছি,
হৃদয় করলে ব্যাকুল।




তারিখঃ ২৫/১০/২০০৭ইং
সকাল: ১০.৪০ মিনিট
বাঘড়া, শ্রীনগর,মুন্সীগঞ্জ ।