মৃত্তিকার সন্তান তারা, কর্মঠ শরীরে ।
জীবন তাদের কষ্টে ভরা, জীবিকার তাগিদে ।


কাজ করে যায় সব সহে, শ্রমে ঘাম ঝরে।
দুঃখ ভরা শুষ্ক বদনের কষ্ট অন্দরে ভরে ।


নির্মাণ করেছে বিশ্বসভ্যতা রাষ্ট্র আর সমাজ ।
তবু কেন তারা অবহেলিত অগ্রযাত্রায় আজ?


দিন এনে দিন পার করে দেয়, কত যে বুঝা বয়ে?
ক্লান্তিতে আবার সহে লয় নিঠুর যন্ত্রণারে ।


শরীরের রক্ত ঘাম হয়ে ঝরে, ক্লান্ত তনু-শিরে।
পিছু পা হয় না এগিয়ে চলে, শত শ্রমিকের ভীড়ে ।


হাড়ভাঙ্গা পরিশ্রমে যেন বজ্রতুল্য বাহু ।
মনে তাদের কত অভিযোগ নয়তো শুধু শুধু?


নিষ্ঠুর কত সমাজপতি, দেয় না ন্যায্য পাওনা?
শোষিত করে জালিম রূপে, শ্রমিকের গ্রহণ করেনা বায়না ।


প্রতিটি ইটে শ্রমিকের রক্ত, তারা যে নির্ভীক ।
কষ্টে উর্পাজনে জীবন চালায়, এই সব গরীব শ্রমিক ।