আমি নই কোন নৃপতি, নই ধর্মযাজক!
অসীমের মধ্যে নগণ্য আমি, শূন্য কারক।


কেউ যদি মোর উপহাস করে, ভীষণ ভাবে?
চাইনা সম্মানে বিভূষিত করুক, লোক সমাজে!


বিধি মোরে যেমন রেখেছে, এতেই আছি বেশ!
তাহাঁর প্রতি চির কৃতজ্ঞ, প্রানে বহে প্রশান্তির আবেশ।


বেশী কিছু চাওয়ার নেই, করিনা কোন আবদার?
সবাতে থেকেছি, সবাতে মিশেছি, এই হৃদয় সবার!


মহতী র্কীতির স্থাপনায় রয়েছি অবিচল!
মেঘ অম্বরী সফেদ করিবো, সততাই সম্বল।


নানা বর্ণে নানা কর্মে নিজের প্রকাশ প্রছন্ন রাখিবো।
বড় ভাবিনা নিজেকে আজ, অবনত মস্তকে থাকিবো।


অট্টালিকায় চরণ ফেলে, অহমিকায় করবোনা পদাঘাত।
সার্ম্যের বাণী প্রচার করিবো সদা, অন্যের কথা করিনা কর্ণপাত।


প্রভুত্ব কামিতা হৃদয়ে নাই, দাসত্ব উদ্ধারিবো।
অধঃপতিত সমাজকে তুলে ধরে, পঙ্কিলতা সরাবো।


র্দুভেদ্য পার করে এগিয়ে চলেছি সম্মুখে।
অলিক স্বপ্ন ভেঙ্গে চুড়ে, দাঁড়াবো সত্যের সমীপে।


সমাজপতি কভু হবনা, নিজেকে আঁড়াল করি নিরবধি!
ব্যক্তিস্বার্থের তাগিদে আক্ষাঙ্খা নেই কোন, চাইনা কোন উপাধি!