তমসা ঘেরা ভয়াল বনে মৃত্যুর কারুকাজ।
অদৃশ্য কায়ায় কন্ঠে ডাকে।
ভয়ে ঘামে ললাট।
আচ্ছাদিত মায়ায় ঘেরা,
হয়তো অধরা কেউ।
চমকি উঠি হঠাৎ যেন,
দেহের ছায়ার মতো কোন দেহ?
শীতল বাতাস লেগে গেল
শরীর জুড়ে।
চরণ চলেনা সরণি ধরে।
পরান জানি কেমন করে ?
আঁখির তাঁরায় শুধু দেখি
আঁধার ভরা।
গুঙ্গানি স্বরে পেঁচা ভাকে।
ভয় দেয় আরও সাড়া।