দূর উপকূলে দাড়িয়ে রয়েছে ঝাউবীথী,
গ্রীষ্মশেষে সুবর্ণ সময়ের কালটান,-
আকাশে জেগেছে নক্ষত্রের বুকে প্রেমপ্রীতি
সময়ের গুঞ্জনে মুখরিত আত্মায় নগ্নতার গান।


দিনের বৈভব জাগে মস্তিকের নিঃসঙ্গতায়
রক্তের প্রবাহে পাই লাবণ্যের সূক্ষ্মস্থীতি;
অলৌকিক বাগান থেকে বহুবর্ণ পাতাঝরে মন্ত্রমুগ্ধতায়-
জীবনের সব অভিষেক যেন যৌনতারই বিস্তৃতি।


পূর্বজন্মে বোধকরি তোমরা ছিলে পাখি;-
একারনেই তোমাদের কণ্ঠস্বরে সারল্যের এত কোলাহল,
ঝড়ের জাগৃতি এলে দীপ্ত করে আঁখি-
অবলীলায় বলে যাও মনের রঙ হালকা গোলাপী কিংবা গাঢ় লাল।


শেষকবে কদমের ফুল বিষন্ন হয়েছিলো- বৃষ্টি হয়েছিলো বাংলায়?
অবিরল প্রবাহিত হতে হতে নিভুপ্রায় হয়ে আসে নেত্র!
জলমগ্ন হতে থাকে স্মৃতি; অবেলায় কে আর সামলায়?
চক্রবুহ্যে আমি অভিমন্যু; এ জীবন নিতান্তই কুরুক্ষেত্র।