মানুষ হয়েছি বলেই তো,
দুনিয়ার এতো রঙ আমার শরীরে ছোঁয়!
আকাশ হলে হয়তো
শুধু নীল হতাম,
উড়ন্ত পাখিদের বুকে নিয়ে
মেঘেদের সাথে দিন কাটত;
বৃষ্টি হলে হয়তো
প্রবল বষর্ণে তোমার চোখে
ঝরে যেতাম দুঃখ নিয়ে,
মানুষ হয়েছি বলেই তো
আজও দাড়িয়ে রয়েছি নিজের পায়।
নাহলে কবেই আমি বিপদ সংকেত হয়ে
অগ্নিমূর্তি ধারন করতাম-
মানুষ হয়েছি বলেই না,
আজও আমি দীঘির শান্ত জলের মত
সাদা হই।


বাতাস হলে হয়তো
ভোরের মত ফর্সা হতাম,
গাঁদাফুলের মত হলুদ হলে,
কালো ভ্রমরের সাথে প্রণয় হতো;
মানুষ হয়েছি বলেই না,
রক্তগোলাপের মত কাঁটা দিয়ে
তোমার হৃদয় বিদ্ধ করি,
নাহলে কবেই আমি
বর্নহীন হয়ে শূণ্যতায় মিলিয়ে যেতাম;
মানুষ হয়েছি বলেই তো,
এতো এতো রঙ আমার শরীরে ধরে।