♦♣♦


কেমন আছিস র‍্যে তুই,
টিয়াপাখি?
হয়তো খুব ভালো,
অন্তত আশা করি!
বহুদিন কথা নেই,
সম্পর্কটাও না থাকার সমান।


তোর রাগ কি
আগের মতই আছে?
যা আমি রীতিমতো ভয় পাই,
অথচ ঐ রাগের মাঝেই
তোর জন্য ভালোলাগা কাজ করে।


অনেক আগে যে ভুল
করেছিলাম,-
তার মাশুল আজও পোহাতে হয়।


নিজেকে সামলে নেবার পথে-
সিদ্ধান্তের দোলাচলে,
দৃষ্টিভ্রম ঘটেছে বারবার;
পথের বাঁকে যে স্বর্গ ছিলো
আনমনে তা পাশ কাটিয়ে
চলে গেছি।


তাইতো, এই সময়টাতে
রোজ আমি প্রার্থনায় বসি;
স্বর্ণের প্রতিমায়-
ছিটিয়ে দিই রক্তরাঙা সিঁদুর।


আমার ঘরের দুয়ারের
ছিটকিনি খোলা পড়ে আছে!
বরণডালা সাজিয়ে
অপেক্ষায় রয়েছে মা জননী;


তারও অনেকদিনের ইচ্ছে,
ঘরে একটা লক্ষীর পা পড়ুক।


♦♣♦