*****


রাতটা আজ বড্ড বেশি নির্জন,
এই একাকী ফেরারী সময়ে-
ছাইচাপা দিয়ে রাখা স্মৃতিগুলো,
কেবলই দৃশ্যপটে মুক্তির আশায় থাকে।


সেই প্রথম থেকেই শুরু করা যায়;
এক অবেলায় দু'জনের চোখাচোখি,
     এক কাল সন্ধ্যায়,
নিজেদের চিনতে পেরে-
     মুচকি হাসি!


এরপরেই গল্পের অবতারণা;
আনাড়ী মনদুটি-
একে অপরকে মুগ্ধ করার
চেষ্টায় বিভোর।


কখনো বা সামান্য খুনসুটি,
প্রাথমিকভাবে স্পর্শের শিহরন-
তারপর আরও বেশি
সাহসী হয়ে ওঠা।


সেই উষ্ণ সময়গুলো-
যখন চারপাশের পরিবেশ স্তব্ধ;
অথচ অবুঝ দুটি
হৃদয়ে বয়ে চলেছে,-
     কালবৈশাখি ঝড়!


   হঠাৎ বৃষ্টি শুরু হলে,
সবকিছু ভুলে রিমঝিম খেলা।
নরম হৃদয়ে কত সহস্র বজ্রপাত!
আরও একটু সাহসী হয়ে উঠে
পরষ্পরের ভেতর উষ্ণতা বিনিময়।


রাতটা আজ বড় বেশি শব্দহীন;-
অথচ দুটি মন পাশাপাশি থাকলে,
কি কোলাহল মুখর
     হয়ে উঠতো সবকিছুই।


ছাইচাপা স্মৃতিগুলো-
কেবলই সেসব সম্ভাবনার
     আশ্বাস দেয়।


*****