:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


অমিত লাবণ্যে আমি ভণিতারে দূরে ঠেলে দেই,
মনমাঝি ঝড় তোলে- ঝড় পোড়ে আশার অনলে;
যতটুকু শ্বাস নিই, বেঁচে থাকি তার দেড়গুন-
আপনারে ধন্য করি পলে পলে হৃদির লালনে।


কঠিন প্রতিজ্ঞা বলে দৃষ্টিরে স্থির রাখি,
সময়ের বাধ তবু রেখা ভুলে ক্লান্তিতে থাকে,
নিজের নজর খুলে রহস্যের বেড়াজাল আঁকি;-
কখন জীবন যেন হারিয়েছে দুনিয়ার বাঁকে।


ক্ষণিক হাসিতো আমি হেসেছি কতই যতনে,
শিরীষ কাগজে ঘষে তুলে ফেলি রিপুর দোহাই-
নিজেরে পূর্ণ করি বোধরূপ মানিক-রতনে,
শূণ্য থেকে ফিরে এসে আবারো শূণ্যেতে মিলাই।


:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::