তুমি ছুঁয়ে দিলেই বুঝতে পারি বেঁচে আছি,
অন্যথায় আমার ওষ্ঠাগত প্রান।
হৃদয় দিয়ে আয়না বানাই
স্মৃতির জানালায়;
সাত সকালের ঘুম ভাঙানি গান শুনতে পেলে-
বুঝতে পারি বেঁচে আছি,
তা না হলে,
কবেই আমি হারিয়ে যেতাম;
মায়া দিয়ে এঁকেছিলাম
তোমার ছবি-
মাঝরাত্তিরে সেই ছবির ঠোঁটে
লিপস্টিকের ঘ্রাণ পেলাম।
কি অদ্ভুত!
আয়নাঘেরা ঘরগুলোতে
আজও তুমি বসত করো;
হাত বাড়িয়ে ছুঁতে চাও আমার মন-
দিব্যি বলছি,
তোমার সঙ্গে নাচবো বলেই
ডেকেছিলাম হাজার বিটের ব্যান্ডওয়ালা।
সেই ছলনায় তোমার সাথে স্পর্শ হতো!
বেঁচে থাকার নির্মলতা
নতুন এক মাত্রা পেত।