হে শাদা পায়রার পবিত্র পশম
তুমি উৎসবে যাও
যেমন করে চলে গিয়েছে তোমার পূর্বজীবন।
উৎসবে যাও নিয়ে এসো সৌরভ
তোমার অনুজ্জ্বল চোখ ভিক্ষা করে কাল
সকালের সোনালি আলো।
আমাদের হাতে শুয়ে আছে
গুলশান ট্রাজেডি, মৃত ফিলিস্তিন।
ফিলিস্তিন বদে অংশীদার মোড়লগন
শান্তি মিশনে আত্মউৎসর্গ করেছেন
পৃথিবীর জন্মদিনের সাড়ে তিনশত বছর
আগে।
আমরা প্রতিনিয়ত শুনি কিছু পবিত্র গান,
ধর্মের সার্টিফাই করা কিছু সুমধুর সুর।
মানবজাতি মগ্ন আজ গোলাপের সৌরভে,
এনিয়ে চায়ের টেবিলে ঝড় ওঠালে,
মানবতার শপথ নিয়ে আত্মহত্যা করলেন
কিছু নাস্তিক্যবাদি সিগারেট।
মহামান্য রাষ্ট্র, আমি আপনাকে মানি না,
মহামান্য আইন আমি আপনাকে মানিনা,
আপনি ফিরিয়ে দিন আমার প্রিয়তম পিতা,
আপনি ফিরিয়ে দিন আমার আত্মজ শিখা।
যারা স্বপ্ন দ্যাখতো শাদা পায়রার পশমি
দিন,
যার ইচ্ছে ছিলো কিছু অনুজ্জ্বল প্রজাতির
কয়লার মৃত্যুরহস্য জন্মদিয়ে,
আবারো মানুষরুপী খোলস নিয়ে
উজ্জ্বল অন্ধকারে হারিয়ে যাওয়া।
হে পৃথিবী, আমার প্রথম মাতা
আপনি আমাকে গ্রহন করুন।
খুলে দিন আপনার জন্মদ্বার,
আমার প্রথম আশ্রয়দাতা ।
ষোল কোটি পুতুলের এই জলাশয়
আমার প্রাথমিক বিদ্যালয়।
এখানে মানবতার প্রথম পাঠ লেখা হয়
মানুষের অপ্রয়োজনীয় রক্ত দিয়ে।
এই আমার সিংহাসন যার পেছনে
আড়ষ্ট হয়ে কাঁদে নিরহংকারী লোকের
রক্তাভ কাফন।