প্রতি ক্ষণের খবর নিত যে
আজ তার খবর ই রাখি না আর
যেখানে একদিন ছিল বন্ধুত্বের দাবী
সেখানে আজ দূরত্বের পাহাড়।
এই পাহাড় না পেড়িয়েছে সে
আমি ও চেষ্টা করিনি যে তার
তার জগতে খুশী আছে সে
আমি ও ব্যস্ত জগতে আমার।
রাত জাগা নিশি কত যে কেটেছে
ফোনের শুধুই বেড়েছে যে বিল
গভীর মনের গোপন কথা
মনের দরজায় দিয়েছিলাম খিল।
ঐ একটি কথা বলা হয়নি কখোনো
বন্ধুত্বের কাছে মানিনি যে হার
বুঝেও সে যে বোঝেনি কখোনো
কিবা আছে দোষ এতে বলো তার ?
ঝাপসা চোখে বুক ভেজা হাসি
এই বুঝি আজ অস্তিত্ব তার
বন্ধু সে ছিলো, নাকি ভালোবাসা ?
বোঝার চেষ্টাও করিনা আর।
আবার পড়বো একাকিত্বে কভু
সময় নেই যে, আজ কে থাক
সংসারের বুকে রেখেছি যে মাথা
ভালোবাসা সে, তাকে তোলা থাক।