মাত্র তিনটি শরে আমি
যুদ্ধ শেষ করতে পারতাম।
আমার প্রথম শর সততা,
যা স্বতঃস্ফূর্তভাবে চিহ্নিত করে
অন্ধকারের প্রহরীদের।
আমার দ্বিতীয় শর সাহস
যা দিয়ে আমি রক্ষা করি
সমস্ত আলোকবর্তিকা।
আর আমার তৃতীয় শর ন্যায়
যা ধ্বংস করে সর্বাঙ্গীনভাবে
সাহস রক্ষিত আলোকবর্তিকা ব্যতীত।
কি অমোঘ এই শরত্রয় অথচ
বিচ্ছিন্নভাবে লক্ষ্যহীন,অর্থহীন।
সততা শুধুই চিহ্নিতকারী,প্রতিকারহীন;
সাহস শুধুই রক্ষাকারী,দিশারী নয়;
ন্যায় শুধুই ধ্বংসকারী,নির্বিশেষে।
সাহসহীন সততা কখনই ন্যায় আনতে পারে না।