অদ্ভুত বিষন্নতায় কাটছে যে দিন
তোকে ছাড়া চাইনি আমি অন্য কিছু,
আগুনের দিকে যেমন পতঙ্গ চলে
আমিও চলেছি তেমন তোর পিছু।


বুকের বামে যে হৃদয় থাকে
তুই ছাড়া মনে হয় শূণ্য কোটর,
একলা এই রাজপুত্র খুঁজছে তাই
স্বপ্নের রাজকন্যা তোর ভেতর।


তাই কবিতার পক্ষীরাজে ভর করেছি
সাতসমুদ্র তেরো নদী এখন নস্যি,
আগুনের সাতশো সাগর পেরোতে পারি
তোর জন্যই এখন আমি এমন দস্যি।