একটা কবিতা একা পড়ে থাকে,
একজন কবি কাঁদে,
কবিতাও আজ পণ্যদ্রব্য
বিশ্বায়নের ফাঁদে।
মলাটে আশ্রয় নেই তাই
খুঁজে ফেরে ফেসবুক,
কবিতাও আজ আশ্রয়হীন,
একি গভীর অসুখ।
তবুও তো কবি ছাড়েনি কলম,
করেনি মাথা নিচু,
পোষ মানেনি,পরেনি শিকল তাই
বাঁশ নিয়ে ঘোরো পিছু।
কবিকে যদি থামাতেও পারো,
কবিতা তো থামবে না,
গলা কেটে ফেলো,ধড় পড়ে যাবে
মাথা তবু নামবেনা।
ধর্মের নামে,জাতির নামে
যদি নেমে আসে উৎপাত।
কবিতা ছুঁয়ে কবির শপথ
করবেই তাকে উৎখাত।
সাবধান হও ধর্মের ষাঁড়
সব ঝুটো সাচ্চারা,
কবির কাছে কৈফিয়ত চাও
শুয়োরের বাচ্চারা।