দিশা তোমায় আমি ভালোবাসতাম,
আর তুমি ভালোবাসতে বৃষ্টি,
ভালোবাসতে জংলিফুল।
বলতে কলকাতাকে তোমার ভালোলাগে
সর্বদাই প্রতিবাদমুখর বলে।
অথচ যারা সত্যিই পায় না
তারা প্রতিবাদ করে না।
বরং উপরি পাওনার জন্যই
কেউ কেউ প্রতিবাদ করে।
ফুলের বাগানের আগাছার ফুলকে
সরে যেতেই হয়,
যার মাথায় ছাদ নেই সে কিছুতেই
বৃষ্টিকে ভালোবাসতে পারে না।