নিজেকে খুব বড় ভাবছো আজকাল
তাই বুঝি খেলছো শব্দ নিয়ে ইকিরমিকির
কবিতার একটা অর্থ আছে জানো
কবিতার একটা বোধ থাকে মানো
তাহলে উত্শৃঙখল হচ্ছো কেন
নিজেকে শাসন করার রীতি গিয়েছ কি ভুলে
তাহলে কবিতার কাছে ক্ষমা চেয়ে নাও
নইলে নিজের পিঠে চাবুক চালাও নিজেই
যদি এটুকুও না করতে পারো
তবে তুমি কিসের কবি
যে কেউই তো অনায়াসে পারে
শব্দের হাড় জুড়ে জুড়ে বানাতে কঙকাল
তুমি আলাদা কিসে যদি তুমি
তাতে দিতে না পারো প্রাণ
সরলতা বলে একটা শব্দ আছে জানো
সেটা হারিয়ে ফেললে কবিতা হয়ে ওঠে
প্রাণহীন শব্দের জঙ্গল ।