তোকে আমি নিরুদ্দেশে নিয়ে যাব
ইচ্ছেপাখির স্বপ্নডানায় করাব সওয়ারী,
আলোর ঝর্ণাধারায় স্নান করাব
দেখবে তোকে ঘাড় ঘুরিয়ে সূর্যমুখী।
আগুন মানে মৃত্যু সেটা জানে সবাই
তার মধ্যে খুঁজব আমি জীবনকণা,
তোর তালুতে রাখব তা পিতৃস্নেহে
নিশ্চিত তা বদলে হবে শস্যদানা।
সে বীজ এনে পুঁতব এ রুক্ষ ভুঁইয়ে
পাষাণ বূকে খুঁজে নেবে জীবনসায়র,
ধরবে মেলে লকলকানো সবুজ পাতা
অন্ধকারে আলোর মত হবে জাগর।