গুটিকয় কবিতায় রেখে যাওয়া
অসংখ্য অজস্র 'আমি'
অথবা ছড়ানো ছেটানো ভগ্নাংশ।
কবির কোনো আশ্রয় নেই।
নেই কোনো ধারকও,
হয়ত তাই এভাবে থেকে যাওয়া
রেখে যাওয়া ভাবীমুখ চেয়ে।
অবিন্যস্ত শব্দে গাঁথা ডি এন এ,
জিন,জিনোম আগামী সংকেত
অঙ্কের অভেদ এখানে অকেজো।
এখানে বিন্যাস ইচ্ছের ঘুঁটি,
নিয়মের পাপ তাকে স্পর্শ করে না।