স্বীকার করছি তোমার কাছে
আমার বহু ঋণ।
সেবা থেকে সোহাগ
সবই দিয়েছ আমায়।
দিয়েছ উর্বরা জমি
বীজ বুনেছি তাতে,
ফসলের মাথায় ছু্ঁয়েছি
স্নেহভরা গর্বিত হাত।
ফসলের ভাগ তুমিও পেয়েছ কিছু,
তবুও জমির মতই ফসলের শরীরেও
আমারই ঘামের গন্ধ।
তাই ঋণ শোধ করতে চাই;
কিন্তু তুমিও তো ফেরত দাওনি
আমার পাঁজরের একটি হাড়।