আপনার সঙ্গে একজন কবির কোনো ফারাক নেই,
না সৃষ্টির ক্ষেত্রেও নয়।
বহু কবিই যতটা ভালো লিখতে পারেন
তার চেয়েও আপনি হয়ত ভালো পারেন
সুচারুভাবে আপনার সংসারটা চালাতে,
সেটাকেই বা শিল্প বলবেনা কোন্ মূর্খ।
কবির মতই আপনার যেমন রয়েছে
দুঃখ-যন্ত্রণা,রক্ত ও ঘাম;
তেমনিই আপনার মতই
কবিরও রয়েছে ব্যর্থতা আর সাফল্য।
ব্যতিক্রম বাদ দিলে অধিকাংশই আপনার মত
বা আপনার চেয়েও বেশি সংসারী।
কবির মতই আপনারও রয়েছে কল্পনা ও কথা।
তফাত শুধু এটুকুই যে,
কবিরা মৃত্যুর পরও কথা বলে।