বড় হওয়ার শখ নেই তাই
আমি শুধুই বাসতে জানি,
ভালো কিংবা মন্দ বিচার
করবে যারা করুক তারা
আমি কেবল ভাসতে জানি।
ঢেউয়ের মাথায় চড়তে জানি।
রাত্রিবেলা ঢেউয়ের মাথায়
ফসফরাসের আলোর মালা,
সেই মালাকে বন্ধু বলে পরতে জানি।
যখন টাপুর টুপুর বৃষ্টি পড়ে
সেই আনন্দে মরতে জানি,
তেমন কোনো সুযোগ এলে
শেষপর্যন্ত লড়তে জানি।
স্বপ্ন দেখার অছিলায়
তোমার হাত ধরতে জানি।
তুমি সে হাত ছাড়তে পারো
জানতাম না, আজ জানি।