জল এবং কবিতার মধ্যে প্রচুর অমিল।
জল স্বাদ-বর্ণ-গন্ধহীন;
অথচ কবিতাবোদ্ধারা বলেন,
তেমন তেমন কবিতার নাকি
আলাদা আলাদা স্বাদ,বর্ণ,গন্ধ আছে।
জল মূর্ত হয়েও নিরাকার,
ধারকের রূপ ধরতে সে পারঙ্গম।
কবিতা বিমূর্ত হয়েও অবয়বময়।
পারিপার্শ্বিক ঘটনাক্রমকে সে আকার দেয়।
কিন্তু এতকিছুর পরও
সৃষ্টি এবং প্রলয়ের জন্য
জলের প্রয়োজন; কবিতারও।