প্রতিবাদী স্বর পুড়ে যায় ষড়যন্ত্রী আগুনে,
কিন্তু শব্দের তো কোনো শরীর নেই,
তাই হৃদয় থেকে হৃদয়ে
বহমান তার ছোঁয়াচে অস্তিত্ব।
কখনোসখনো এই শব্দেরা তাই
অক্ষর হয়ে ওঠে ;আগুনের অক্ষর,
সমস্ত ষড়যন্ত্রের বিপ্রতীপে মানুষ
সেই অক্ষরের সংকলন হাতে তুলে নেয়।
দু'মলাটের ভেতর থেকে উঠে আসে আলো,
ষড়যন্ত্রের অন্ধকার শতধাবিদীর্ণ হয়,
সত্যের একক প্রতিবাদী স্বর
ক্রমশ,ক্রমশই সমস্বর হয়ে ওঠে।