নিতান্তই অছিমাত্র তুমি,
সবাই যাতে পায় পূর্ণ অধিকার
জল,মাটি,হাওয়া,আলো আর
অসীম উদার নীল আকাশের।
যৌথ খামারের কোনো মালিকানা হয়না
তবু কেন ধর্মের বেড়া দিয়ে
জারি করলে অশ্লীল মালিকানা,
আলপথ বানালে কেন রক্ত দিয়ে?
তুলনায় ঘন হলেও অন্যান্য
তরলের মতই রক্তও নিম্নগামী,
সে তোমাকেও টেনে নামাবে অতলে,
সেখান থেকে তোমার কোনো ত্রাণ নেই।
তোমার ধর্মও হবেনা তোমার পরিত্রাতা,
কারণ তোমার ধর্মের হয়তো
এক বা একাধিক ঈশ্বর আছে,
কিন্তু ঈশ্বরের কোনো ধর্ম নেই।