যদি বাঁধতে চাও পড়বো নাকো ধরা, যাবো উড়ে যতদূর তুমি ভাবতে পারো তারও সুদূরে।
যদি ভাবো কাটবে ডানা, বলি তবে
ওড়ার জন্য ডানা নয় ইচ্ছে লাগে
তাকে কে কেটেছে কবে?
যদি দেখাও আইনের চোখরাঙানি,মানবো তাকে
ভীতু আমি ভীষণ রকম পড়ব কেন দুর্বিপাকে?
তবু একটা প্রশ্ন জেগে থাকে, প্রশ্নই তো অমোঘ
আইনও কি আমায় ছুঁতে পারে যদি
আর কখনও না খোলার জন্য বন্ধ করি চোখ।
আর যদি ভালোবাসো তবে বলি,
আমৃত্যু কুকুর হয়েও তোমার সাথেই চলি।