বিধাতা মুক্তি দাও
-সুজিত লুইস গমেজ
-সিলভার স্প্রিং-, মেরিল্যান্ড


মেঘে ঢাকা আকাশ, জনহীন রাজপথ
পৃথিবীর বক্ষে করোনার রক্তচক্ষু,
নিশ্চল আমেরিকার ব্যস্ততম রাজধানী
নিশ্চুপে দাঁড়িয়ে আছে ওয়াশিংটন মনোমেন্ট
পৃথিবীর বুকে ঘুরছে ঘোর অমানিশা,
শূন্যতায় গুমরে কাঁদছে সদরপথ
রুদ্ধ ঘরে অবসাদের ছায়া,
নিথর, নিস্তব্ধ জরাগ্রস্ততায় থকমে গেছে জীবন
ভুতুড়ে অক্টোপাস তাড়া করেছে ধরণীকে
হতাশায় নিরুপায়, নিদ্রাহীন রাজা-মহারাজারা
বিষমিশ্রিত বায়ুতে ঘুরে নিদারুণ হাহাকার
কফিনে বন্ধী হয় হাজারো স্বপ্ন ।
ছবির মত শহর আজ বড্ড কোলাহলহীন
পথ যেন পথিকবিহীন এক অচেনা শহর
ভয়ার্ত চোখে  দাঁড়িয়ে আছে রাজপথের ভাস্কর্যগুলি
কারো নেই কোনো মায়ার দৃষ্টিপাত বিন্দুমাত্র  
নিঃসঙ্গতায় পরে আছে অভিমানী শুঁকনো পাতাগুলি
একলা উড়ছে, ধূলো মাখছে, অভিমানে মর্মর করছে ওরা
পটমেক নদীর উপর  বয়ে যায় চৈতালি হাওয়া
প্রাণ জুড়ানোর নেই কেহ বিষণ্ণ এই বেলায়
চার দেয়ালের ভিতর উঠা নামা করে নিঃশ্বাস
প্রাণপণ জীবন বাঁচানোয় মগ্ন একদল নির্ভীক ফেরেস্থা
হৃদয়ের জানালায় উঁকি দেয় বাঁচার স্বপ্ন
দিগন্তজুরে অ-সুখী মানুষগুলি চেয়ে থাকে  প্রতীক্ষায়
অন্তঃকরণে জাগে নানান সুখতাড়িত প্রশ্ন ?
বিধাতাকে বলি , কবে হবে মুক্তি ?  
কবে হবে মুক্তি ??