বড্ড কষ্ট হয়, যখন দেখি মানুষরূপী মানুষেরা হয় অমানুষ  
ক্ষণিকের কাম-লালসার মোহে মানুষ হারায় দিব্যজ্ঞান
কয়েক মিনিটের ব্যবধানেই মানুষ থেকে পরিণত হয় নরপিচাশে,
রক্তখেকো হায়নার মত ঝাঁপিয়ে কেঁড়ে নেয় হাজারো স্বপ্ন  
অন্ধকারের ললাটে মিশে থাকে লাঞ্ছনার অপবাদ
কুলুষিত এই কদাকার সমাজে ঘুরে শুধুই হাহাকার
বড্ড কষ্ট হয়, যখন দেখি কুলাঙ্গারেরা বাহুবলে, হিংস্রতায় হয় জয়ী
স্বার্থনেশী ভীরু সমাজের মানুষরাও যেন জ্ঞানহীন নির্বোধ
বাঁচার জন্যে শত আকুতি, শত আর্তনাদেও রেহায় পায়না মা-বোনের ইজ্জত
আর কত বার আমরা মানুষ জাতি হব নিলজ্জ লজ্জিত
ওই কুলাঙ্গারেরাতো কারো মায়ের সন্তান, কারো বোনের ভাই  
তাহলে কেন ওদের বিবেকে দংশিত হয় না মনুষ্যত্ববোধ  
কেন এতো সহজেই মানুষের ভিতরে জ্বলে উঠে নির্লজ্জ সত্ত্বা
বড্ড কষ্ট হয়, যখন স্বাধীনদেশে বাস করেও দেখি লিঙ্গের বৈষম্য
যখন দেখি ধর্মের দোহাই দিয়ে পুরুষ শাসিত সমাজে নারী-শিশু হয় লাঞ্ছিত
তাহলে কি বৃথাই হল, একাত্তরে ত্রিশ লক্ষ শহীদের জীবন বিসর্জন  
যে দেশে চোখের সামনে লুট হয়ে যায় মা-বোনের আত্মসম্মান,
যে দেশে নারীরা তাঁর ন্যায্য অধিকার থেকে হয় আজও বঞ্চিত  
তাহলে কিভাবে বলি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি
বড্ড কষ্ট হয়, পশুও হয়তো মানুষের মত এতো নিষ্ঠুর নয়
ধিক, পশুর চেয়েও অধম মনুষ্যত্বহীন সেই নরখাদকদের ।।