আবারও একদিন সুদিন ফিরে আসবে এই ভুবনে,
বিষণ্ণতার মেঘ ঘুচে, ফুটবে আলো এই পুণ্য লগনে,
পিঞ্জিরার পাখিরা মুক্ত হয়ে, উড়বে সেথায় প্রাণ খুলে,
মনের সুখে মাঝি ভাই, বাইবে তরী পাল তুলে ।


আবারও একদিন শান্তি ফিরে আসবে, এই ধরাতে,
ঘোর অমানিশা কেটে, ফুটবে কিরণ ওই শুভ্র প্রভাতে,
নীরব ব্যথার অশ্রু ঝরবে না আর উত্তাল পবনে,
মুখেতে হাসি, বাজবে মধুর বাঁশি এই শুভ লগ্নে ।


আবারও একদিন সুখ ফিরে আসবে এই ধরণীতে,
নতুন করে সাজবে এ ভুবন, দুঃখ-সুখের নব গীতে,
থাকবে না কোনা জরাজীর্ণতা, এই মনের গহনে,
নিভবেনা আর কোনো স্বপ্ন, ওই দুঃখের দহনে ।


আবারও একদিন পূর্ণতা ফিরে আসবে এই বসুধায়,
সবুজের সমারোহে ভরে উঠবে দিগন্ত শস্য- শ্যামলায়,
রক্তাক্ত বায়ুর স্রোতে ভাসবেনা আর বিপন্ন হাহাকার,
অসাধ্যকে সাধ্য করেই, শত্রুকে করবো নিরাকার ।


আবারও একদিন আনন্দ ফিরে আসবে এই দেশে,
ফুল ফুটবে, পাখি গাইবে, জীবন রাঙাবে নতুন বেশে,
মৃত্যুর মিছিলে পথভ্রষ্ট হয়ে, ঝরবেনা কোনো তাজা প্রাণ,
ওগো অখিল বিশ্বের অধিপতি, দাও মোদের পরিত্রাণ ।