প্রতিদিনই ঘুম ভেঙ্গে দেখি, কোথায় যেন ছিঁড়িল বাঁধন,
ব্যথিত হৃদয় মম, আঁখিপাতে ঝরে করুণ রোদন ,
অজানা বিভীষিকায় ছেয়েছে আজি এই নিখিল ভুবন ,  
চারিদিকে যেন আঁধারে ঘেরা, বিষাদে ভরা এই মগন।


একি কি নিঠুর বিচার তোমার, হে বিশ্বলয়ের বিধি,
এইভাবে কি চলবে নিরবধি, গড়িয়ে অনিঃশেষ সমাধি?
এই চরাচর ছাড়ি, কবে নিঃশেষ হবে এই  দুঃসহ মরণব্যাধি,  
বিধাতাই জানে মম ভাগ্যের লিখন, বাঁচবো কি শেষ অবধি?


কত গুণী জন আর কত যে স্বজন, আর দেখা হবেনা কভু ,
মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, জীবন প্রদীপ জ্বলছে যেন নিভু নিভু ,
অধম আমি, পাপী আমি, মার্জনা কর প্রভু আমার পাপ তবু ,
তোমার চরণে শত ভিক্ষা মাগি, শুচি কর তব এই ধরা প্রভু ।


জানি মৃত্যু অবধারিত, এই পৃথিবীর ক্ষণিকের মায়াডোরে
তবে এমন মৃত্যু যেন আর দেখিতে না হয়, দুই নয়নে অস্রুভরে
জানি একদিন ঘোর অমানিশা কেটে পৃথিবী সাজবে নতুন করে
এই বিশ্বাসেই আছি প্রভু, আলোয় আলোয় দাও এ ভুবন ভরে ।।