যদি বলি তুমি ভালবাসার বাগানে উড়ে এসে বসা এক ডানাকাটা নীলপরী
যদি বলি তুমি কল্পনার আকাশ কুসুমে সদ্যফুল্ল নীল বাসন্তি বাসনা আমার
যদি বলি তুমি অতল জলে নীলের মাঝে লুকানো অমূল্য নীলকান্তমনি আমার
যদি বলি ওই সুনীল নিলাম্বরে শত কোটি দ্রুবতারার চেয়ে ও উজ্জ্বল তুমি
যদি বলি ওই নীল আকাশের মাতাল পবনে নীল ঘুড়ির মত উরু উরু চঞ্চল তুমি
যদি বলি কোন এক শিল্পীর নীল রঙের তুলি দিয়ে আঁকা মায়াবী ছবি তুমি
যদি বলি ওই নীল গোলাপের পাপড়ির মত কোমল আর সুভাষিত তুমি
যদি বলি ওই নীল আকাশের নীল নক্ষত্রের আলোর মত দিপ্ত-সুন্দর তুমি
যদি বলি ওই দুর্গম নীল গিরির নীল আকাশে নীল মেঘের ভেলা তুমি
যদি বলি ওই বিমুগ্ধ নীল সমুদ্রের দেশে স্বচ্ছ নীল জলরাশির জলকুমারী তুমি
যদি বলি ওই নীল দিগন্ত যত না সুন্দর তার চেয়ে ও সুন্দর তোমার হাসিভরা মুখ
যদি বলি ওই নিজন বনে প্রান্তর পল্লবে নীল পদ্য ফুলের চেয়ে ও সুন্দর তুমি
যদি বলি ওই নীল অপরাজিতার চেয়ে ও সুন্দর তোমার ওই লাজুক চাহনি
যদি বলি ওই নীলময়ূরীর রঙিন বাহারের চেয়ে ও সুন্দর তোমার রুপ লাবণ্য
যদি বলি তুমি হৃদয়ের বাগানে সদ্য ফুটা ফুলের মাঝে বসা এক নীল প্রজাপতি
যদি বলি ওই নীল খামের চিঠির ভেতর আমার ভালবাসার নীল স্বপ্ন তুমি
যদি বলি ওই নীল শাড়ির আঁচলে লজ্জায় লুকানো তোমার নীল চোখ দুখানি
যদি বলি ওই নীল কালি দিয়ে তোমাকে নিয়ে লেখা নীলপরীর কবিতা তুমি